কুড়িগ্রামে প্রতারণার অভিযোগে মূর্তিসহ কথিত জ্বীনের বাদশা গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পেতলের মূর্তিসহ এক কথিত জ্বীনের বাদশা গ্রেফতার। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এনামুল হক (৪২)। তিনি ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।


রবিবার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় এনামুল হককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। তার কাছে থেকে পেতলের তৈরি মূর্তিও উদ্ধার করা হয়।


ঘটনার পর সোমবার ফুলবাড়ী থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”