সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

সন্দ্বীপের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের" সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরীর নয়াবাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার সৈয়দ শাহাদাত হোসাইনের কুরআনের তেলোয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। পরিষদের সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হায়দারের সঞ্চালনা ও পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ আলতাফ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ চট্টগ্রামের প্রধান উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর, সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, 'একটি স্বপ্নের সোনালি সন্দ্বীপ বিনির্মানে সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ চট্টগ্রামকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।' একই সাথে সমাজে বঞ্চিত ও নিপীড়িত মানুষের জন্য এই পরিষদের কাজের ধারা সব সময় অব্যাহত রাখার জন্য পরিষদকে ধন্যবাদ জানান তিনি। 


 সভায় আরো উপস্থিত ছিলেন পরিষদের একাধিক উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ পরিষদের সদস্যমন্ডলী।