নাসিরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এর উদ্যোগে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(২৭ নভেম্বর) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষিপুর বাজার সংলগ্ন মাঠে এ চিকিৎসা  কার্যক্রম অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, সার্জারি, অর্থোপেডিক্স, চর্ম ও যৌনরোগ, গাইনি, মেডিসিন, ডেন্টালসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি ব্লাড গ্রুপ পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।


অনুষ্ঠানে বুড়িশ্বর ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি আবদুল আউয়াল পরশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলার শাখার আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম 


বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ জামায়াতের  ইসলামীর নাসিরনগর উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি কারী লুৎফর রহমান রমজান ,চিকিৎসক  ডা.খালিদ সাইফুল্লাহ কাভি, হাফেজ বায়েজিদ, বুড়িশ্বর ইউনিয়ন শাখার জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদেকুর রহমান, পল্লী চিকিৎসক সিরাতুল মুনতাহা, অলি মিয়া সহ জামায়াতের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। 


সকাল ১০ টায় ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে চিকিৎসা প্রদান ও সেবামূলক আয়োজন। স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।