নোয়াখালীর কবিরহাট উপজেলায় পারিবারিক কলহকে কেন্দ্র করে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে রাত ২টার দিকে মৃত্যু হয়।
নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের তাজু ড্রাইভার বাড়ির মো.লিটনের ছেলে। পুলিশ তাৎক্ষণিকভাবে এ ঘটনায় দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন ধানশালিক ইউনিয়নের পান বেপারী বাড়ির মো.সিরাজের ছেলে আব্দুর সোবহান শামীম (৩০) এবং তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)। এ ঘটনায় আরও একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের বন্ধু আনোয়ার হোসেন শাকিল জানান, পারিবারিক কলহের জেরে ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের লাউ ও মরিচের গাছ কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পূর্বদিন থেকে উত্তেজনা তৈরি হয়েছিল। বুধবার বিকেলে সাব্বিরের বন্ধু তার দেবর শামীমকে লাউ-গাছ কেটে ফেলার জন্য জিজ্ঞাসা করলে শামীমের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর শামীম দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে সাব্বির মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পারিবারিক কলহের জেরে মাথায় কুপিয়ে ওই যুবককে গুরুত্বর আহত করা হয়। নিহতের মরদেহের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং আরও বিস্তারিত জানানো হবে।

