ছবিঃ বিপ্লবী বার্তা
সৌদি আরবে পুলিশের গুলিতে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামের হাসিম উদ্দিন (৪৪) নিহত হয়েছেন।
রবিবার (২৪ নভেম্বর) সকালে নির্ধারিত কাজে যোগদানের সময় পেছন থেকে পুলিশের গুলি তার পিঠে লেগে পেট দিয়ে বের হয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি।
হাসিম উদ্দিন বাংলাদেশে রিকশা চালিয়ে সংসার চলাতেন। সংসারের অভাব দূর করতে ২০২৫ সালের ২২ জুন সৌদি আরব যান এবং জেদ্দার সাবিহায় সিটি ক্লিনারের কাজ শুরু করেন। বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ২৩ নভেম্বর রাতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন।
হাসিমের স্ত্রী তাছলিমা বেগম জানান, বাংলাদেশ সময়ে দুপুর ১টায় তিনি জানতে পারেন, সৌদি আরবের সময়ে সকাল ১০টায় তার স্বামী পুলিশের গুলিতে আহত হয়ে মারা গেছেন। ঘটনার সঙ্গে থাকা স্বামী সঙ্গী আলতাফ হোসেন জানান, পুলিশ একটি চোরকে লক্ষ্য করে গুলি করলে ভুলবশত গুলি হাসিমের পিঠে লাগে।
নিহতের পরিবার জানায়, হাসিম উদ্দিনের এক স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে বাংলাদেশে রয়েছেন। তার মেয়ে স্মৃতি আক্তার জানান, পিতার মরদেহ দেশে আনার জন্য নরসিংদী জেলা জনশক্তি অফিস ও সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

