আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও সাবেক বিএনপি নেতা ড. ফয়জুল হক। তিনি কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঝালকাঠি পৌর শহরে জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান মনোনয়ন বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ৮ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের কারণে প্রার্থী তালিকায় পরিবর্তন হতে পারে। ড. ফয়জুল হক দলে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তিনি জনপ্রিয় ও দক্ষ নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী ড. ফয়জুল হক, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ঝালকাঠি সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর, পৌর জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক।
মনোনয়ন পাওয়ার পর ড. ফয়জুল হক বলেন, “জামায়াতের নেতৃত্বে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।”
ড. ফয়জুল হক ঝালকাঠির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ ও এমএ সম্পন্ন করেছেন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া থেকে ২০১৯ সালে পিএইচডি ও ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ অর্জন করেছেন।

