সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর–দেবহাটা) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।


কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।


এসময় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন,“বিএনপি জনগণের দল। জনগণের দোয়া ও সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম বিএনপির পক্ষে রয়েছে।”


গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমনুর রহমানসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়।