রংপুর–৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এটিএম আজম খানের সম্মানে রাজধানী ঢাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় মিরপুর-১২ এর দ্যা গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. মোঃ খোরশেদ আলম। পৃষ্ঠপোষকতায় ছিলেন পীরগাছা সোসাইটি সভাপতি,ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কর্ণেল আব্দুল বাতেন (অব.)। প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ আসনের এমপি প্রার্থী এটিএম আজম খান।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, "দেশ ও জাতির স্বার্থে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠা আজ সময়ের দাবি।' এছাড়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, জনগণের জীবনমান উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে একটি কার্যকর রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মত প্রকাশ করেন তারা ।
মতবিনিময় সভায় প্রবাসী রংপুরবাসী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

