সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন বাতিলের দাবীতে মোটরসাইকেল র‍্যালি
ছবিঃ বিপ্লবী বার্তা

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল এবং টানা সাতবারের চেয়ারম্যান আব্দুল আলীমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে সাতক্ষীরায় বিশাল মোটরসাইকেল র‌্যালি করেছে স্থানীয় বিএনপি।


রবিবার সকাল ১১টায় বিনেরপোতা জিরোপয়েন্ট সংলগ্ন সাতক্ষীরা–খুলনা মহাসড়ক থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের খুলনা রোড মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশ নেন।


এসময় বক্তারা বলেন,  ধানের শীষ প্রতীকের বিজয় একমাত্র আব্দুল আলিমকে দিলে সম্ভব। কারন নেতাকর্মীরা আব্দুল আলিম ছাড়া কোন দলছুট নেতার পক্ষে কাজ করবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক পৌছায়নি। তাকে ভূল বুঝিয়ে অযোগ্যকে মনোনয়ন দেওয়া হয়ছে। দলের দূরদিনে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকা একমাত্র নেতা হলেন আব্দুল আলিম।  তিনি বিগত সরকারের সময় ক্রসফায়ারে আসামী ছিলেন। তার পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।  দীর্ঘজীবন সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে বিএনপিকে শক্তি শালী সংগঠনে পরিণত করেন। তাই সাতক্ষীরা ০২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার দাবিদার। নেতাকর্মীরা এসময় চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান । অবিলম্বে সাতক্ষীরা সদর ২ আসনে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মীরা। যতক্ষণ মনোনয়ন না দেওয়া হবে আন্দোলন আরো বেগবান করার হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা। 


মোটরসাইকেল র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু, লাভসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য  মোঃ আ‌তিয়ার রহমান, ১২ নং বল্লিন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি,  , লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স‌ফিকুল ইসলাম , লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম,,  ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌ন্রিযন বিএন‌পি সভাপ‌তি মোঃ আবুল হাসান ,৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক মোঃ না‌সিম বিল্লাহ,বৌকারী ইউ‌নিয় বিএন‌পি সভাপ‌তি মোঃ ইউনুছ আ‌লি বুলু,  সাধারন সম্পদক মোঃ ত‌জিবুর রহমান টুটুল,বাশদা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম,ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিনুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার ( মেম্বর) ৫ নং শিপপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ হা‌ফেজ তাজুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ টুটুল হো‌সেন ,৪ নং ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও  সদর উপ‌জেলা বিএন‌পির  যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব উপস্থিত ছিলেন ।