ছবিঃ বিপ্লবী বার্তা
ধান ও মাছ চাষে বিখ্যাত ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-২ আসনটি স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় বিএনপির জন্য জয়লাভ কঠিন ছিল। তবে ২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোটের মাধ্যমে আসনটিতে বিজয় অর্জন করে দলটি। এরপর থেকে দলটি আর কখনও আসনটি পুনরুদ্ধার করতে পারেনি। বর্তমানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বিএনপি আবারও আসনটি পুনরুদ্ধারের চেষ্টা করছে।
তবে দলীয় কোন্দল ও বিভক্তির কারণে অনেক ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে দলের একাংশের। বিশেষ করে এই বিভাজন প্রকাশ্যে আসে গত ৩ নভেম্বর, যখন প্রাথমিক মনোনয়নে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের নাম ঘোষণা করা হয়।
ময়মনসিংহ-২ আসনটিতে বিএনপির বিভিন্ন গ্রুপ সক্রিয়। এর মধ্যে রয়েছেন ময়মনসিংহ মহানগরী যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল, ফুলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বাশার আকন্দ এবং সাবেক ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান। গত কয়েকদিন ধরে বাশার আকন্দকে মোতাহার হোসেন তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করতে দেখা গেছে।
অপরদিকে, জামায়াতে ইসলামী আসনটিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। দলটি তার তরুণ প্রার্থী আনোয়ার হাসান সুজনকে মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এবার ইসলামপন্থীরা একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায়, আসনটিতে ভোটের রাজনীতি আরও উত্তপ্ত হবে বলে মনে করছে সাধারণ মানুষ।

