"বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে জাতীয় নির্বাচনের আগে বাকসু নির্বাচন সম্পন্ন করা সম্ভব," এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বাকৃবি শিক্ষার্থীদের এই দাবিকে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আশা করছি প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করবে।”
শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম আরও বলেন, '৫ আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা সবচেয়ে বেশি দাবি উত্থাপন করেছি। যদিও কিছু সংগঠন নির্বাচন পিছানোর চেষ্টা করেছে, তবে দেশের ৩টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছে এবং আরও ৩টি বিশ্ববিদ্যালয় তাদের রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা আশা করি, ডিসেম্বরের মধ্যে সেগুলো সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বহার সভাপতিত্বে ১,০০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপহার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ময়মনসিংহ মহানগর শিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ, এবং বাকৃবি শিবিরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম।

