"ন্যায্য রূপান্তর চাই এখনই" এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশ নিয়ে এক রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব এবং এক্টিভিস্টা কুড়িগ্রাম আয়োজিত এই কর্মসূচি ফুলবাড়ী তিনকোনা মোড় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যুব, যুব নারী, সাধারণ জনগণ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত হন। এছাড়া পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার দাবিতে সংশ্লিষ্ট নীতি নির্ধারককে সচেতন করার চেষ্টা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান এবং মুন সরকার। বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রূপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন এবং পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে। তারা বলেন, "আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না" প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেছেন।
এ কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রামের তরুণেরা বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের সঙ্গে একজোট হয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

