মেসি নয়, রোনালদোর হাতে উঠতে পারে ২০২৬ বিশ্বকাপ ট্রফি?
ছবিঃ বিপ্লবী বার্তা
দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। ইতোমধ্যেই বাতাসে বইতে শুরু করেছে বিশ্বকাপের আমেজ। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবলের মহাযজ্ঞ। তবে এই মুহূর্তে ফুটবলপ্রেমীদের মনে জেগেছে সেই পুরনো শঙ্কা, আমরা কি একই মঞ্চে শেষবারের মতো দেখতে যাচ্ছি লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে ?

৩৮ বছর বয়সী মেসি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। অপরদিকে ৪০ বছর বয়সী রোনালদোও জানিয়েছেন, এখনই বিদায়ের কথা ভাবছেন না তিনি। তবে এবারের বিশ্বকাপে  এই দুই কিংবদন্তির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কে বেশি সম্ভাবনাময়, এই প্রশ্নে মুখ খুলেছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার।

২০১০ সালের বিশ্বকাপে ফাইনাল খেলা এই ডাচ তারকা মনে করেন, রোনালদোর পর্তুগাল মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে। স্নেইডার বলেন, “এটা বলা খুব কঠিন, তবে পর্তুগালের দলটা খুবই শক্তিশালী। আমার কাছে তারা অন্যতম ফেবারিট। তাই আমি বলব, রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই বেশি।”


তিনি আরও বলেন, কাতারে আর্জেন্টিনার ২০২২ সালের বিশ্বকাপ জয়ে ভাগ্যের ভূমিকা ছিল। তাঁর মতে, দক্ষতা ও স্কোয়াড গভীরতায় পর্তুগাল এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল।

উল্লেক্ষ্য, ফুটবল থেকে অবসর নেওয়ার পর স্নেইডার খেলেছেন কাতারে, আর তাঁর ছেলে আছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তাই যদি মাঠে ফেরার সুযোগ থাকতো তবে কোন দলে খেলতেন, রোনালদোর মতো সৌদি লিগে নাকি মেসির মতো এমএলএসে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুটোই পছন্দ করতাম, তবে যেহেতু আমার ছেলেও লস অ্যাঞ্জেলেসে, তাই এমএলএসই বেছে নিতাম।”


২০২৬ বিশ্বকাপ ঘিরে এখনো চলছে জল্পনা কল্পনার মহড়া, ফুটবল দুনিয়া অপেক্ষায়, কার হাতে উঠতে চলেছে বহুল প্রতীক্ষিত ২০২৬ বিশ্বকাপ শিরোপা। সময়ই দেবে সেই উত্তর।