ছবিঃ সংগৃহীত
লা লিগায় ফিরে এলো আগের সেই আগুনঝরা বার্সেলোনা! যেন নিজেদের সবটা নিয়ে মাঠে নেমেছিল তারা। একদিকে ইনজুরি কাটিয়ে মাঠে নেমেই হ্যাটট্রিক করে নিজের ফিটনেসের প্রমাণ দিলেন রবার্ট লেভানডোভস্কি। অন্যদিকে রিয়াল হোঁচট খাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগ। আর সেই সাথে সেল্টা ভিগোর মাঠে বার্সেলোনার দুর্দান্ত ৪–২ এর জয়! র্যাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট, ইয়ামালের ধারাবাহিক গোল, আর আক্রমণভাগের দুর্দান্ত সমন্বয়, সব মিলিয়ে আজ শেষ হাসি হাসলো বার্সেলোনা।
গতকাল রাতের ম্যাচে ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৩১, আর আজ বার্সার জয়ে পয়েন্ট ব্যবধানও নেমে এলো মাত্র তিনে।
উল্লেক্ষ্য, ইনজুরির কারনে এক মাস বাইরে ছিলেন লেভানডোভস্কি। ফিরেই যেন আগুনে রূপ নিলেন! দশম মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন পোলিশ এই স্ট্রাইকার। যদিও মুহূর্তেই সমতা ফেরায় সেল্টা, কিন্তু থামেননি লেভা। র্যাশফোর্ডের নিখুঁত ক্রসে ৩৭তম মিনিটে আবারও লক্ষ্যভেদ।
আর বিরতির আগে লামিনে ইয়ামালের গোল, স্কোরবোর্ডে ৩–২! টানা তিন ম্যাচে গোল করলেন তরুণ এই স্প্যানিশ তারকা।
আর এদিকে দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে ম্যাচে যোগ হলো ইতিহাস ছোঁয়া মুহূর্ত। র্যাশফোর্ডের বাঁকানো কর্নারে হেডে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লেভানডোভস্কি! এটাই তার লা লিগায় তৃতীয় হ্যাটট্রিক, যে হ্যাটট্রিকে তিনি মনে করিয়েছেন দুই কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ও আলফ্রেডো ডি স্টেফানোকে। পুসকাস আর ডি স্টেফানোর পর তৃতীয় ফুটবলার হিসেবে ৩৫ পেরোনোর পর লা লিগায় তিনবার হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন লেভান্ডস্কি।
শেষ দিকে ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তা ম্যাচের ফলাফলে কোন প্রভাব ফেলতে পারেনি। ম্যাচ শেষে সন্তুষ্ট কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, “বিরতির আগে দলের পারফরম্যান্সে আমি খুশি। দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, আর এই জয় রিয়ালের ওপরও চাপ তৈরি করবে।”
বার্সার পরের ম্যাচ ২২ নভেম্বর, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ফিটনেস নিয়ে ফর্মে ফিরে লেভানডোভস্কি যেন জানিয়ে দিলেন, বার্সেলোনার আক্রমণভাগ এখন পুরোপুরি প্রস্তুত লা লিগার শীর্ষে ফেরার লড়াইয়ে!

