বেপরোয়া বাসচালনায় ঝরল একটি প্রাণ
ছবিঃ বিপ্লবী বার্তা

মানিকগঞ্জ সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তারা মিয়া (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের জাগীর গ্রামের বাসিন্দা এবং মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি চরখণ্ড গোলড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে রওনা দেন তারা মিয়া। চরখণ্ড গোলড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘সেলফি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।