গোলশূন্য মেসি, ড্রয়ে থামল ইন্টার মায়ামি
ছবিঃ সংগৃহীত

টানা তিন ম্যাচে গোল করার পর এবার থামলেন লিওনেল মেসি। আর তার গোলশূন্য রাতেই জয়হীন থাকল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শনিবার রাতে টরন্টো এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মায়ামি।

আগের তিন ম্যাচে পাঁচ গোল করা মেসি এদিনও সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু গোল পাননি। তবুও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতা তিনি।

মেসিকে আটকাতে বড় ভূমিকা রাখেন টরন্টোর গোলকিপার শন জনসন, যিনি ম্যাচে ৫টি নিশ্চিত গোল বাঁচান, এর মধ্যে ৪টি ছিল মেসির শট। প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেডে গোল করেন তাদেও আলেন্দে। ৬০ মিনিটে সমতা ফেরান টরন্টোর দোরদে মিহাইলোভিচ।

এই ড্রয়ে ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে মায়ামি। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাচেরানো বলেন,

“আমরা জেতার মতো খেলেছি, তবে আজকের নায়ক তাদের গোলকিপার।”

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়।