মেসির জোড়া গোলেই মায়ামির প্লে-অফ উল্লাস
ছবিঃ বিপ্লবী বার্তা

মেসি মানেই জাদু, মেসি মানেই গোল, আবারও প্রমাণ মিললো নিউইয়র্কের আকাশে! বৃহস্পতিবার রাতে এমএলএস লিগে যেন আগুন ঝরালেন লিওনেল মেসি। নিউইয়র্ক সিটির বিপক্ষে জোড়া গোলে একাই ভাঙলেন প্রতিপক্ষের কফিন। আর সেই সাথে মায়ামিকে তুললেন এমএলএস প্লে-অফে।


ম্যাচের শুরুতে চাপের মুখে পড়ে গিয়েছিল মায়ামি। একের পর এক সুযোগ মিস করছিল নিউইয়র্ক। কিন্তু ৪৩তম মিনিটে মেসির জাদুকরি থ্রু বল, আর সেটি ধরে বালতাসার রদ্রিগেজের গোল! যেন বজ্রপাত হলো নিউইয়র্কের রক্ষণভাগে।


 বিরতির পরও থামেননি মেসি। ৭৪তম মিনিটে পুরনো সঙ্গী বুসকেটসের পাস থেকে মেসির প্রথম গোল। পুরো স্টেডিয়াম যেন মুহূর্তেই রাঙিয়ে উঠলো মায়ামির রঙে।এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন লুইস সুয়ারেজ।


আর তারপরই আসে সেই মুহূর্ত! ৮৬তম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিলেন মেসি, সামনে কেউ নেই, ডান প্রান্ত থেকে ছুটে এসে কোনাকুনি শট আর, গোল! নিউইয়র্কের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। মৌসুমের ২৪তম গোল,এ যেন মেসিরই স্বাক্ষর!


শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ৪-০! টানা তৃতীয় জয়, আর সেই সাথে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ইন্টার মায়ামি। শীর্ষে এখনও ফিলাডেলফিয়া, তবে মেসি-সুয়ারেজ-রদ্রিগেজদের এই ফর্মে! কে জানে, শেষ হাসি কে হাসবে ?