পারপ্লেক্সিটি এআই চ্যাটবট দিয়ে এক্সে সরাসরি ভিডিও তৈরি

খুদে ব্লগারদের জন্য এক্স (পুরনো নাম টুইটার) থেকে দারুণ খবর আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির ‘আস্ক পারপ্লেক্সিটি’ চ্যাটবটের মাধ্যমে এখন এক্সে সহজেই ভিডিও তৈরি করা যাবে।