শহিদ হাদীর উক্তি ও বক্তব্যে'র ডকুমেন্টারি প্রদর্শন করল ইবি ইছাআ

মাওয়াজুর রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদীর উক্তি ও বক্তব্যে'র ডকুমেন্টারি প্রদর্শন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন (ইছাআ)। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে।