নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা


নওগাঁ নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা হলরুমে উপজেলার ৫৭ টি দূর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।



নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা সার্কেলের (এএসপি)জাকিরুল ইসলাম ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্রসহ  উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু । মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনা প্রদান করা হয়।