বংশাল থানা পুলিশ ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকার বংশাল থানা এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ইউনুস আহাম্মেদ (৬৮)।


সোমবার বিকেল আনুমানিক ৩:৩০ ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলেও ইউনুসকে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযান চলাকালীন সময়ে তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।


বংশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউনুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া, অভিযানকালে পলাতক থাকা অন্য আসামিদের ধরার চেষ্টা চলমান রয়েছে।