
ছবিঃ বিপ্লবী বার্তা
চীনের জিনিং শহরে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে উজ্জ্বল সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। এবারের প্রতিযোগিতায় দলটি একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
সবচেয়ে বড় সাফল্য এসেছে মোহাম্মদ তাহমিদ রহমানের হাত ধরে। দলীয় প্রতিযোগিতা আর্থ সিস্টেম প্রজেক্টে তিনি জিতেছেন স্বর্ণপদক। একই প্রতিযোগিতায় ফারিস আহমেদ পেয়েছেন ব্রোঞ্জ। আরেকটি দলীয় ইভেন্ট আন্তর্জাতিক টিম ফিল্ড ইনভেস্টিগেশনে তাহমিদ অর্জন করেছেন রৌপ্যপদক।
ব্যক্তিগত পর্যায়ের দুই পরীক্ষায়ও বাংলাদেশি শিক্ষার্থীরা নজর কাড়েন। ইন্ডিভিজুয়াল থিওরেটিক্যাল টেস্টে তাহমিদ জেতেন আরেকটি রৌপ্য, আর ইন্ডিভিজুয়াল প্র্যাক্টিক্যাল টেস্টে ব্রোঞ্জপদক অর্জন করেন শেখ ফাহিম মাহমুদ। ফলে মোটকথা, তাহমিদের ঝুলিতে গেছে একটি স্বর্ণ ও দুটি রৌপ্য।
বাংলাদেশ দলের সদস্য ছিলেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজের মোহাম্মদ তাহমিদ রহমান, নটর ডেম কলেজের ওমর বিন আরিফ ও শেখ ফাহিম মাহমুদ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফারিস আহমেদ। দলকে প্রস্তুত করেছেন দেশের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষকরা।
আর্থ সায়েন্স অলিম্পিয়াড হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভূবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতা। এ আয়োজনে অংশ নিতে প্রতি বছর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় বাছাইপর্ব। এবারে প্রায় দেড় হাজার শিক্ষার্থী প্রাথমিকভাবে অংশ নিলেও আন্তর্জাতিক দলে সুযোগ পেয়েছেন সেরা চারজন।
২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী আয়োজন হয়ে আসা এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।