ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: শেষ নিঃশ্বাসে ছেলের জন্য বাঁচার আকুতি
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুরের কানাইপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সাত ঘণ্টা যন্ত্রণার সঙ্গে লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ব্যক্তি। আশেপাশের মানুষ কেউ তাঁর পাশে দাঁড়াননি। বরং অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করেছেন।


শেষ মুহূর্তে ওই ব্যক্তি আকুতি জানিয়ে বলেছিলেন, “ভাই আমাকে বাঁচান, আমার হাত-পা থাকুক আর না থাকুক, আমি শুধু বাঁচতে চাই… আমার ছয় বছরের একটি সন্তান আছে, ওর জন্য আমাকে বাঁচতে হবে।”কিন্তু আশপাশের মানুষ কেউ এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত সাত ঘণ্টা তীব্র যন্ত্রণায় ভুগে মৃত্যুর কাছে হার মানতে হয় তাঁকে।


 তার আকুতি আশেপাশের লোকজনকে নড়াতে পারেনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মানবিক দায়িত্ব ভুলে গিয়ে যারা কেবল মোবাইল ফোনে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন, তাদের আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ।


মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা।