ঝালকাঠিতে সাবেক জেলা  আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রানাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) ঝালকাঠি পৌর  শহরের আড়ৎদারপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আফজাল হোসেন রানাকে আদালতের বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, 'আফজাল হোসেন রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঝালকাঠি সদর থানার জিআর মামলা নং ২২১/২৪ তাকে ঝালকাঠি পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।'
 
এদিকে দুপুরে তাকে গ্রেফতারের পর এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।