
ছবিঃ বিপ্লবী বার্তা
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব্বির হোসেন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জানান, ২০১২ সালের ২৩ আগস্ট পূর্বশত্রুতার জেরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া স্বাস্থ কমপ্লেক্সের সামনে ওসমান গনির ওপর হামলা চালায় আসামিরা। ওই সময় ওসমান গনির ছেলে সাব্বির হোসেন, ভাই মতিন ও রমজান আলী এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সাব্বির মারা যান।
ওইদিনই নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।