কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে হাজতের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত দুর্জয় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হিন্দু পাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা দুর্জয়কে থানায় সোপর্দ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়ের করা মামলায় ২ লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে রাত ১১টায় তাকে হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও জানান, "থানার সিসিটিভি ফুটেজে দুর্জয়ের চলাফেরা ও কার্যকলাপ দেখা গেলেও আত্মহত্যার দৃশ্য কিছুটা দূরত্বের কারণে স্পষ্টভাবে ধারণ হয়নি।"
শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে সুরতহাল করেছেন। তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।"
পরিবারের অভিযোগ, দুর্জয় সম্প্রতি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার পেছনে চাপ প্রয়োগের বিষয়টি তারা উড়িয়ে দিচ্ছেন না।
                                
                                
                                
                                
                                
                                
