
বিকেএসপি–৩ মাঠে অনুষ্ঠিত মহিলা চ্যালেঞ্জ কাপে গতকাল দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ পুরুষ দল।
তারা বাংলাদেশ মহিলা লাল দলকে হারিয়েছে ৮৭ রানে বড় ব্যবধানে। আসন্ন আইসিসি মহিলা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এই প্রস্তুতি টুর্নামেন্টে মোট তিনটি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ মহিলা দল লাল, বাংলাদেশ মহিলা দল সবুজ এবং বয়েজ অনূর্ধ্ব-১৫ দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে অনূর্ধ্ব-১৫ দলকে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেটে সংগ্রহ করে ১৮১ রান। অধিনায়ক বায়েজিদ বোস্তামি ৪৬ এবং আফজাল হোসেন ৪৪ রান করে দলের রানভিত্তি গড়ে দেন।
জবাবে ব্যাট করতে নেমে রেড দল মাত্র ৩৮ ওভারে অলআউট হয় ৯৪ রানে। তাদের হয়ে চারজন ব্যাটারই কেবল দুই অঙ্কে পৌঁছাতে পারেন। ওপেনার সারমিন সুলতানা করেন সর্বোচ্চ ২০ রান ।
বোলিং আক্রমণে অনূর্ধ্ব–১৫ দলের বোলাররা ছিলেন বিধ্বংসী। আলিমুল ইসলাম আদিব মাত্র ১২ রানে তুলে নেন ৩ উইকেট । আফ্রিদি তারিক ও আব্দুল আজিজ নেন ২টি করে উইকেট মোট ৪ উইকেট।