
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদ্রাসার দুই আবাসিক ছাত্রী গভীর রাতে পেটে ব্যথা ও বমির উপসর্গে মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রীরা হলেন রাধানগর ইউপির লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)। তারা একই ইউপির ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রীরা ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এবং ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে মাদ্রাসায় মোট ১৩ জন ছাত্রী ঘুমাতেন। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটে ব্যথা এবং বমির সমস্যা দেখা দেয়। মাদ্রাসার এক শিক্ষক তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আলিম প্রথম আলোকে জানান, ভোর চারটার দিকে ছাত্রী দুজনকে হাসপাতালে আনা হয়। জামিলা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান, এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তানিয়ার পায়ের কাছে সামান্য ক্ষত দেখা গেলেও চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
ওসি আরও বলেন, মৃতদের লাশ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস কে আর