
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত নাফিউর রহমান ওরফে ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
২০২১ সালে মাদকের একটি মামলায় চাঁদপুরের আদালত নাফিউরের বিরুদ্ধে এক বছর পাঁচ মাসের কারাদণ্ড দেয়। তবে সাজা এড়াতে তিনি চার বছরেরও বেশি সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিলেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে নাফিউরকে আটক করা হয়। পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
নাফিউর রহমানের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়। তিনি ওই এলাকার খসরু মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে, যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অন্যান্য আইনের মামলাও রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা নাফিউরকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও বিচারাধীন।
এস আর কে