
চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক ও কর্মচারীরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সমান বেতন স্কেলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকের সামনে সিইউএফএল শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সেখানে এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একই কারখানায় দুটি ভিন্ন বেতন কাঠামো চালু থাকায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। উৎপাদন ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব শ্রমিকদের হলেও তাঁদের সঙ্গে এই বৈষম্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলী এবং সঞ্চালনা করেন মাস্টার অপারেটর শ্যামল কান্তি নাথ। বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহসভাপতি হারুনুর রশীদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, সিইউএফএল এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরীসহ অনেকে।
বক্তারা জানান, কারখানা সচল থাকলে প্রতিদিন ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১১ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন পুনরায় চালুর দাবি জানান তাঁরা।
বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম বলেন, জাতীয় মজুরি কমিশন থেকে জাতীয় বেতন কমিশনে শ্রমিকদের স্থানান্তর করলে করপোরেশনের বাড়তি ব্যয় হবে না। বিসিআইসির অধীনে থাকা সব টেকনিশিয়ান ও অপারেটরকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিষয়টি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
এস আর কে