চার গ্রামের যাতায়াতের একটি মাত্র সাঁকোটি আজ পানির নিচে
ছবিঃ সংগৃহীত

রাঙামাটির উলুছড়া, আলুটিলা, নতুনপাড়া ও কাটাছড়ি নিচপাড়া গ্রামের প্রায় দেড় হাজার বাসিন্দার একমাত্র যাতায়াতের সাঁকোটি পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে পানির নিচে তলিয়ে গেছে।

এই কাঠ ও বাঁশের সাঁকোটি নির্মাণের দুই বছরের মধ্যেই ভেঙে পড়ে এবং এরপর থেকে স্থানীয়রা প্রতিবছর নিজেদের উদ্যোগে সংস্কার করে আসছেন। বর্ষাকালে কাপ্তাই হ্রদের পানি বাড়লে এই সাঁকো দিয়ে পারাপারে বিপত্তি বাঁধে, এবং এবারও একই অবস্থা।

উলুছড়া গ্রামের বাসিন্দা বিমল চাকমা জানান, “গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা এই সাঁকো। এখন এটি পানির নিচে। প্রতিদিন স্কুলপড়ুয়া ছেলেমেয়ে, বৃদ্ধ মানুষজন, রোগীরা ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন। অনেক সময় লোকজন সাঁকো থেকে পানিতে পড়ে যাচ্ছেন।”

উলুছড়া গ্রামের কার্বারি রবিধন চাকমা বলেন, “আমাদের কেনাকাটা, চিকিৎসা, স্কুলে যাওয়া—সবকিছুই এই পথে গিয়ে করতে হয়। এখন সাঁকোটি তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথায় গেলে এর সমাধান পাব, তা জানা নেই। আমরা সেতু নির্মাণে সরকারের সহযোগিতা চাই।”

রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সাঁকোটির বিষয়ে কারও কাছ থেকে এর আগে শোনেননি। এ বিষয়ে খোঁজখবর নেবেন।

এই পরিস্থিতিতে, উল্লিখিত চারটি গ্রামের বাসিন্দাদের জন্য দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


এস কে আর