মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার
ছবিঃ বিপ্লবী বার্তা

আজ ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জনাব তাসনিম আক্তার।

এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার প্রদান করে তাদের মনোবল ও উৎসাহ বৃদ্ধি করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, সদস্য মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, নির্বাহী সদস্য ও জীবন সদস্য মোঃ ছিরু মিয়া, নির্বাহী সদস্য ও জীবন সদস্য মোঃ মিজানুর রহমান, সাধারণ সদস্য সামছুল আরেফিন মুক্তা, শিল্পকলা একাডেমির শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতিচর্চায় আগ্রহী হতে উৎসাহিত করেন এবং এ ধরনের কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।