মুকসুদপুরে প্রায় দেড় লক্ষ টাকার জব্দকৃত চায়না দোয়ারী জাল বিনষ্ট
ছবিঃ বিপ্লবী বার্তা

মুকসুদপুর উপজেলা মৎস্য কার্যালয়ে উদ্যোগে ৭ আগষ্ট মুকসুদপুর উপজেলার বিভিন্ন খাল বিল এবং কাশালিয়া ইউনিয়নের বেদগ্রাম বিলে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় ৫২টি আনুমানিক ২০০০ মিটার চায়না দোয়ারি জাল জব্ধ করা হয়। যার আনুমানিক বাজার মূল‍্য প্রায় ১ লক্ষ ৫০ টাকা।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে । উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার এবং সিনিয়র উপজেলা মৎস‍্য অফিসার (অ.দা.) দেবলা চক্রবর্তী নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত দোয়ারী জাল বিনষ্ট করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ ও মৎস্য অফিসের মাঠ পর্যায়ে কর্মরত মাঠ সহায়ককর্মীবৃন্দ

বিঃদ্রঃ কেউ যদি চায়না জালের দোকান ও গুদামের সন্ধান পান অবশ্যই মুকসুদপুর উপজেলা মৎস্য অফিসে গোপনে জানানোর জন্য অনুরোধ করেছেন।