
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় ঘটে। নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের আল-আমীন (৩০) ও স্বপন মিয়া (৩৫), এবং পিকআপ ভ্যানের চালক জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মো. জুয়েল (৩২)।
পুলিশ জানায়, আল-আমীন ও স্বপন মিয়া জামালপুর থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিলেন। সকালে বিলাসপুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আরেক আরোহী গুরুতর আহত হন এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আই আকরাম হোসেন জানান, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এটি টাঙ্গাইল জেলায় চলতি বছরে সড়ক দুর্ঘটনায় তৃতীয়বার তিনজনের প্রাণহানির ঘটনা। গত জুনে, টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য নিহত হন ।