বাঘায় খাঁচায় বন্দী ২০০ ঘুঘু উদ্ধার, অবমুক্ত
ছবিঃ সংগৃহীত

বাঘা (রাজশাহী) থেকে খাঁচায় বন্দী ২০০ ঘুঘু পাখি উদ্ধার ও মুক্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে বড় ধরনের অভিযান পরিচালিত হয়।

স্থানীয় প্রশাসনের গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আজাদ আলী নামের এক ব্যবসায়ী ৯টি খাঁচায় ২০০ ঘুঘু শিকার করে বিক্রির উদ্দেশ্যে বাঘা উপজেলা সদরের দোকানে সংরক্ষণ করছিলেন। অভিযানের সময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাখিগুলো উদ্ধার করে জনসমক্ষে খাঁচা থেকে ছেড়ে খোলা আকাশে অবমুক্ত করা হয়।

সতর্কতার অংশ হিসেবে অভিযানের সময় দুটি দোকানিকে জরিমানা করা হয় — মূল্য তালিকা না প্রদর্শনসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে প্রতিজনকে ৫ ০০০ টাকা, মোট ১০ ০০০ টাকা জরিমানা।

ইউএনও শাম্মী আক্তার জানান, বন্যপ্রাণী অবৈধভাবে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। বাজার মনিটরিং ও নজরদারি জোরদার করা হবে।