
খুলনা মহানগরীর কেএমপি ডিবির অভিযানে খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল (৬৯) কে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সুত্র জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানাধীন ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের পূর্বপাশ হতে আশরাফুজ্জামান বাবুল (৬৯), পিতা-মৃত এমলাক উদ্দিন, মাতা-মৃত সায়রা বেগম, সাং-দেয়াড়া, পোস্ট-যুগিহাটি, ইউপি-আইচগাতি, ০৫ নং ওয়ার্ড, থানা-রূপসা, জেলা-খুলনা, বর্তমান ঠিকানা ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের পূর্বপাশে, থানা-খুলনা সদর।
আশরাফুজ্জামান বাবুল (৬৯) খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উক্ত আসামী খুলনা মহানগরীর আওয়ামীলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন প্রতিরোধ করতে বিভিন্ন প্রকার কর্মকান্ড পরিচালনা করিয়াছেন।
উক্ত আসামি খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারা১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬ /৪২৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন প্রতিরোধ করতে বিভিন্ন করতে কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।