
ভিসারা রিপোর্টে প্রপ্ত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের শ্বাসরোধ করে হত্যায় খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের।
রবিবার (৩ আগষ্ট) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাসের বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশ করে।
এসময় তারা, 'দড়ি লাগলে দড়ি নে খুনির ফাঁসি দে," " প্রশাসনের খবর নাই খুন তো হলো আমার ভাই," " বিচার বিচার বিচার চাই সাজিদ হত্যার বিচার চাই," " উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস," ' প্রশাসনের প্রহসন মানিনা মানবোনা," 'পুকুরে লাশ কেন প্রশাসন জবাব দে, " আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, " স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস ঘুরে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ আব্দুল্লাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে এখনো মামলা হয়নি। আমরা চাই পিবিআই এর মাধ্যমে তদন্ত হোক।আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুদ্দিন বলেন, " ১৭ তারিখ থেকে আমরা রাজপথে আছি সাজিদ হত্যার সুস্থ তদন্তের দাবিতে। আগামী ২৪ ঘণ্টার ভিতরে হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দেওয়া হবে।কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না যতক্ষণ না পর্যন্ত সাজিদের হত্যাকারীকে গ্রেফতার করা হয়।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, 'সাজিদ শুধু সাজিদ নয়, সাজিদ আমাদের ভাই। সাজিদের সিনায় ৩০ পারা কোরআন সে ধরে রেখেছিলো। সাজিদ তার বাবার এবং বংশের একমাত্র সন্তান ছিল। সুতরাং সাজিদকে যারা হত্যা করেছে, সাজিদের মায়ের বুক যারা খালি করেছে তাদের অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করতে হবে। আল-কোরআন বিভাগের নেতৃত্বে সাজিদ হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাবো।'