তারুণ্য'র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কে কেন্দ্র করে ১৬ টি চারাগাছ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রোপন করে সংগঠনের সদস্যরা। মঙ্গলবার (২৯-জুলাই) তারুণ্যের বর্তমান এবং সুবাসিত সদস্যদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

তারুণ্যের কোষাধ্যক্ষ তাবাসসুম মোহসীনার সঞ্চালনায় ও সভাপতি মুরসালিন ইসলাম তুরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের ১৪ তম সভাপতি মোঃ মারুফ হোসেন, ১৪ তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ১৫ তম সভাপতি আমিনুল ইসলাম, ১৫ তম সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সুবাসিত সদস্য সুকান্ত রায়, অর্ণব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের বর্তমান দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ।

অতিথিদের বক্তব্যে,"তারুণ্য কে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ মূলক কথা উঠে আসে এবং আগামীর তারুণ্যকে নিয়ে তাদের বিভিন্ন প্রত্যাশাও ব্যক্ত করেন সাধারণ সদস্যবৃন্দ। সভাপতির মুরসালিন ইসলাম তুরান এই ১৬ বছরের পথ চলায় যারা তারুণ্যকে এ পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের পথ চলা তা সামনের দিনগুলোতেও অক্ষুণ্ণ থাকবে সেই আশা ব্যক্ত করে সদস্যদের ধারাবাহিক সহযোগিতা বজায় থাকার প্রত্যাশা করেন।

উল্লেখ্য যে, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য' প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বুকে হাটিহাটি পা করে দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষে ১৭ বছরে পদার্পণ করলো আজ।