গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি লক্ষ্য করেন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি গুদামে আগুন ধরে যায়।


খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।


কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, বর্তমানে তাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। তিনি বলেন, “এলাকায় পাশাপাশি বেশ কয়েকটি গুদাম রয়েছে। আগুন সব গুদামে ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ পরে বিস্তারিত জানানো হবে।”


এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।