বড়দিনের সন্ধ্যায় আকাশে দেখা যাবে 'স্মাইলি'!
ছবিঃ সংগৃহীত

বড়দিনের আনন্দের মধ্যেই এবার এক অভিনব চমক দিতে প্রস্তুত মহাকাশ। শুনতে অবাক লাগলেও সত্যিই ক্রিসমাসের সন্ধ্যাকাশে চোখ রাখলে দেখা মিলতে পারে এক বিরল ও অপূর্ব দৃশ্য। গ্রহ-উপগ্রহের বিশেষ অবস্থানগত সমাহারে আকাশে ফুটে উঠবে একটি ‘হাসিমুখ’ বা চলতি ভাষায় যাকে বলা হয় ‘স্মাইলি’।


জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য ডোবার পর পশ্চিম আকাশে অর্ধচন্দ্রের ঠিক উপরে একই সরলরেখায় অবস্থান করবে বৃহস্পতি ও শুক্র গ্রহ। অর্ধচন্দ্রটি তৈরি করবে হাসিমুখের বাঁকানো রেখা, আর বৃহস্পতি ও শুক্র হবে যেন দুটি চোখ। ফলে আকাশের বুকে দেখা যাবে এক অনন্য হাসির প্রতীক।


সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিকে বলা হয় ‘গুরুগ্রহ’। সূর্য থেকে এর অবস্থান পঞ্চম। অন্যদিকে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ শুক্র, যা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে। আর চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ, ঘন ঘন অবস্থান বদলাতে থাকায় নির্দিষ্ট সময়ে এমন বিন্যাস তৈরি সম্ভব হয়।


বৃহস্পতি আকারে শুক্রের চেয়ে বড় হওয়ায় ‘স্মাইলি’র একটি চোখ তুলনামূলক বড় মনে হবে, অন্যটি ছোট। তবু এই সামান্য বৈচিত্র্য বাদ দিলে রাতের আকাশে এমন হাসিমুখ সত্যিই বিস্ময়কর।


এর আগেও এপ্রিল মাসে এমন দৃশ্য দেখা গিয়েছিল। বড়দিনের সন্ধ্যায় আবারও ফিরছে সেই বিরল সৌন্দর্য। তাই ক্রিসমাসের উৎসব, আড্ডা আর আনন্দের ফাঁকে সূর্য ডোবার পর একবার পশ্চিম আকাশে চোখ রাখতেই পারেন। আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখেও ধরা পড়বে মহাকাশের এই হাসিমুখ—বড়দিনের এক অনন্য উপহার।