মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহত ১
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে নিউ স্কাটন এজি চার্চের সামনে এই বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।


প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, ঘটনাস্থলের পাশে থাকা ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বিস্ফোরণ ঘটে ও ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আবার কেউ বলছেন, ককটেল নিক্ষেপ করলে এক ব্যক্তিকে লুটিয়ে পড়তে দেখা যায়।


ঘটনাস্থলে তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ফ্লাইওভার থেকে দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। সেইসঙ্গে মৃত ব্যক্তির প্রাথমিক সুরতহাল সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।