ছবিঃ বিপ্লবী বার্তা
আজ ১৬ ডিসেম্বর ২০২৫। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয়ের ৫৫তম বার্ষিকী আজ উদযাপন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, বিজয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের লাঞ্ছনা ও শোষণের অবসান ঘটে এবং সূচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন অধ্যায়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনীর ৯৩ হাজার সদস্য আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

