হেমন্তের শেষে মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। সেই ফাঁকা মাঠের মধ্যে কয়েক হাজার দর্শকের ভিড়। দৃষ্টি সবার মাঠের মাঝখানে। সেখানে চিহ্নিত করে দেওয়া স্থানের মধ্য দিয়ে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকদের হর্ষধ্বনি ও করতালিতে মুখর হয়ে উঠছে চারপাশ।
নওগাঁ নিয়ামতপুর উপজেলার দ্বারাজপুর গ্রামের ফসলি জমির মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার দৃশ্য এটি। রোববার বেলা ১২টায় দ্বারাজপুর গ্রামবাসীর উদ্যােগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নওগাঁর বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৮০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
বেলা ১২টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করেন স্থানীয় দর্শকেরা। প্রতিযোগিতা শেষ হয় বিকেল পাঁচটায়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আবুল কালাম মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ; শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ান উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসারুল ইসলাম রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা। অতিথিরা প্রতিযোগিতায় তিন গ্রুপের নয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

