ছবিঃ বিপ্লবী বার্তা
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্য ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী হিসেবে বিবেচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর জাতীয় গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই তফসিল ঘোষণা করেন।
ভাষণে সিইসি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই এবারের নির্বাচনের মূল লক্ষ্য। তিনি জানান, গত এক বছরে কমিশন ভোটার তালিকা হালনাগাদ, আইনি সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার কাঠামোগত উন্নয়নে ব্যাপক কাজ সম্পন্ন করেছে।
সিইসি জানান, নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি বাদ পড়া ও ভোটবিমুখ প্রায় ৪৫ লাখ ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে এবং ২১ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়ায় পুরুষ-নারীর ভোটার ব্যবধান কমেছে।
২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ কমিশন-নির্ধারিত করার ফলে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যোগ্য হওয়া তরুণরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর জন্য Postal Vote BD অ্যাপের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধন করা যাবে। আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
সিইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা সম্পর্কে নাগরিকদের সতর্ক করেন। তিনি বলেন, অসত্য তথ্য প্রচার বা শেয়ার করা আইনত দণ্ডনীয়।
সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক নির্বাচন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “ভোট আপনার পবিত্র দায়িত্ব। ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে ভোট দিন।”
এ সময় তিনি বলেন, মনোয়নন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়নপত্র বাছাই, ৩০ ডিসেম্বর ২০২৫। আপিল দায়েরের শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২৬, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি ২০২৬, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬, প্রচারণা চলবে: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা পর্যন্ত, ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)।

