নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে সরকারি মূল্যে সার পেয়ে খুশি কৃষকেরা। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) ইউনিয়নের পানিহারা ও আক্কেলপুর বাজারে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সারের ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ায় এলাকার সাধারণ কৃষকরা ডিলারের প্রতি ধন্যবাদ জানিয়েছে। তবে চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
শুক্রবার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ক্রয় করে নিয়ে যান। তাঁরা বলেন, সাধারণ কৃষক কোন প্রকার হয়রানি ছাড়াই সার তুলতে পারছেন। সারের বরাদ্দ চাহিদা অনুযায়ী কম থাকায় সামনে আলু, সরিষা ও গমের আবাদ নিয়ে দুশ্চিন্তিত তারা।
পানিহারা গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, 'তিন বিঘা জমিতে গম আর পাঁচ বিঘাতে সরিষা চাষের জন্য সার নিতে এসেছি। সরকারি মূল্যে সার পাচ্ছি। অন্য কোন জায়গার মতো অনিয়ম হচ্ছে না। সরকারি মূল্যের সার পাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে।'
তিনি আরও বলেন, আট বিঘার জন্য পাঁচ বস্তা ডিএপি সারের দরকার হলেও তিনি পেয়েছেন দুই বস্তা।
এ বিষয়ে পানিহারার প্রতিনিধি জহির রায়হান বাহাদুর বলেন, 'আমার এখানে কোন প্রকার অনিয়ম ছাড়াই সরকারি মূল্যের সার দেওয়া হয়েছে। ইউনিয়ন প্রতি বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ বাড়ালে সারের কোন সংকট থাকবে না।'
বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'বরাদ্দের সম্পূর্ণ সার ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে কোন প্রকার হয়রানি ছাড়াই সরকার নির্ধারিত মূল্য বিতরণ করা হয়। ইউনিয়ন প্রতি বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ বাড়ালে সারের কোন সংকট থাকবে না।'

