কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহযোগিতায় এ আয়োজন করে কুড়িগ্রাম সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট। তিনি বলেন, সমাজকে মানবিক ও নৈতিক ভিত্তিতে এগিয়ে নিতে সাহিত্য এবং লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাহিত্য মানুষের চেতনাকে জাগ্রত করে, সভ্যতা ও মূল্যবোধের পথ দেখায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও ছড়াকার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন।
বক্তারা বলেন, সাহিত্য সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখে। সৃজনশীল লেখালেখি সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে তারা লেখকদের আরও সমাজমুখী ও দায়িত্বশীল সাহিত্যচর্চায় উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক ও আইন পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে সমাজ নির্মাণে লেখকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

