
আনিছুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। অন্যদিকে তাঁর বড় ভাই আনারুল হক হৃদ্রোগে আক্রান্ত। ঈদুল আজহার দিন গ্রামের ঈদের জামাতে অংশ নিয়ে দুই ভাই ভারত যাওয়ার জন্য স্থানীয়দের কাছে দোয়া চান। পরে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা সংগ্রহের পর তিনি, তাঁর বড় ভাই, ভাবি আনোয়ারা বেগম এবং ভাতিজি আরশি আক্তারসহ পরিবারের সদস্যরা প্রাইভেটকারে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেন।
পুলিশ ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বেনাপোল ইমিগ্রেশনের তথ্যভান্ডারে আনিছুর রহমানের নাম একটি মামলার আসামি হিসেবে উঠে আসে। যাচাই করে দেখা যায়, রংপুর মহানগরের কোতোয়ালি থানায় ২০২৩ সালের ২৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, আনিছুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী তাঁকে সোমবার রংপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে গ্রেপ্তারের পর মোবাইল ফোনে আনিছুর রহমান জানান, “আমি এবং আমার ভাই ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমার বিরুদ্ধে মামলা রয়েছে—এই বিষয়টি আমি জানতাম না।”