গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গৃহবধুর মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

 রূপসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লাভলী আক্তার নামে এক গৃহবধু অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সে আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার বাবুলের স্ত্রী।

জানাযায়, উপজেলার সিংহেরচর এলাকায় বাবুলের স্ত্রী লাভলী গত ৯জুন বিকাল আনুমানিক ৫ঃ৩০ মিনিট সময় বাসায় রান্না করার সময় গ্যাসের চুলাই আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাহার শারীরিক অবস্থা আশংখ্যজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার এনআইপি বিএস ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুন দুপুরে গৃহবধু মারা যায়।

এ ব্যাপারে থানায় অপ মৃত্যু মামলা দায়ের  হয়েছে।