খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

খুলনা মহানগরীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শুক্রবার রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত নগরীর টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— খুলনা সদর থানার তালতলা টুটপাড়া মেইন রোড এলাকার বাবুল মোল্লার ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), একই এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান (৪২), শফিকুল ইসলাম মোল্লার ছেলে আরিফ হোসেন (৩১) এবং তৌহিদুর রহমানের ছেলে তাসফিকুর রহমান (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার সালাউদ্দিন ওরফে বুলবুলের বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।গ্রেফতারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা হচ্ছে—উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলোর উৎস কোথায়, এগুলো কোন অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা কিংবা কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা। একইসঙ্গে এই অস্ত্র ব্যবসায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করেi গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কেএমপি।