ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতের অঙ্গীকার
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন জামায়াত মানবতা, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাস্ট্র কায়েম করতে চায়। রাস্ট্র নায়ক রাসুল (সা.) এর পরিচালিত রাস্ট্রই মানবতার কল্যাণ রাস্ট্র ব্যাবস্থা: জামায়াত সেই কল্যাণ রাস্ট্রই কায়েম করতে  কাজ করে যাচ্ছে ।


১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল সিরাত মাহফিলে় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তেঘুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মো লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওলানা মো সেলিম রেজা।


সিরাত আলোচনা সভা ও মাহফিলে আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসাইন, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো মাহবুবুর রশিদ শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্থল ইউনিয়ন সভাপতি মাওলানা মো মাইদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মো আব্দুর রাজ্জাক, মাওলানা মো আমীর হামজা, অধ্যাপক মাওলানা মো আব্দুল হক, মাওলানা মো আইয়ুব আলী, মো রফিকুল ইসলাম, মো আরমান আলী ও মো রবিউল ইসলাম প্রমূখ।


সিরাত মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহ ভিত্তিক একটি সুখী-সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাস্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করে রাস্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাহলে দেশের মানুষ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ পাবে। মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশা আল্লাহ।